
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। ভাষণে তিনি প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স অবদানকে দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন এবং তাদের প্রতি স্বীকৃতি ও সুরক্ষার আহ্বান জানান।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৭১ লাখ বাংলাদেশি বসবাস করছেন। বিশ্বব্যাংকের হিসেবে, ২০১৯ সালে তারা প্রায় ১৮ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।
ড. ইউনুস বলেন,
“তাদের অবদান শুধু বাংলাদেশের জন্যই নয়, বরং যে দেশগুলোতে তারা কাজ করছেন সেসব দেশের জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। তারা সেখানে উচ্চ চাহিদাসম্পন্ন সেবা প্রদান করছেন। তাই অভিবাসন দুই পক্ষের জন্যই মঙ্গলজনক—তাদের জন্য ভালো, আমাদের জন্যও ভালো।”
তিনি প্রবাসী শ্রমিকদের স্বার্থে স্বাগতিক দেশগুলোকে সহমর্মিতা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।
এছাড়াও, ইউনুস বাংলাদেশের গণজাগরণ প্রসঙ্গে বলেন, এটি তার গত বছরের পর দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ।
“গত বছর আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম, আমরা এক গণঅভ্যুত্থানের সাক্ষী হয়েছি। আজ আমি জানাতে চাই আমরা সেই যাত্রায় কতদূর এগিয়েছি। আমাদের গল্প গুরুত্বপূর্ণ শুধু আমাদের জনসংখ্যা বা ভৌগোলিক অবস্থানের জন্য নয়—বরং এজন্য যে এটি সাধারণ মানুষের অসাধারণ শক্তির গল্প।”
তিনি আরও বলেন,
“আমাদের গল্প বিশ্বকে অনুপ্রাণিত করে, দেখিয়ে দেয়—সংকট যত গভীরই হোক, সমাধান যত অসম্ভবই মনে হোক, নবজাগরণের পথ কখনো হারিয়ে যায় না।”
প্রসঙ্গত, গত বছরের গণঅভ্যুত্থানে বাংলাদেশের দীর্ঘ ১৫ বছরের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর থেকে অধ্যাপক ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে এবং আগামী বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর