নিউইয়র্ক সিটি—কেবল আকাশচুম্বী অট্টালিকা আর দ্রুত গতির জীবনের শহর নয়। ইটের পাঁজর ভেদ করে এখানেও জন্ম নেয় গভীর আবেগ আর চিরন্তন বিশ্বাস। সেই বিশ্বাসের এক অসাধারণ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শহরের অন্যতম আইকনিক স্থাপত্য—ব্রুকলিন ব্রিজ (Brooklyn Bridge)। তবে এই ঐতিহাসিক সেতুটি এখন কেবল স্থাপত্যের নিদর্শন নয়, এটি পরিণত হয়েছে বিশ্বজুড়ে আসা অসংখ্য যুগলের ভালোবাসার এক প্রতীকী তীর্থস্থানে।

ম্যানহাটন ও ব্রুকলিনকে যুক্ত করা এই সেতুর কাঠের হাঁটার পথ ধরে হাঁটলেই চোখে পড়ে এক বিশেষ দৃশ্য: ব্রিজের রেলিংয়ে ঝুলছে হাজার হাজার ছোট-বড় 'লাভ লকস' (Love Locks) বা ভালোবাসার তালা।
অটুট বন্ধনের অঙ্গীকার
সারা বিশ্ব থেকে আসা প্রেমিক-প্রেমিকারা নিজেদের নাম বা ভালোবাসার তারিখ খোদাই করে এই তালাগুলো এখানে ঝুলিয়ে দেয়। এরপর ভালোবাসার এই বন্ধনকে চিরস্থায়ী করার প্রতীক হিসেবে সেই তালার চাবি ছুঁড়ে দেওয়া হয় এর নিচ দিয়ে বয়ে চলা ইস্ট রিভারে। যুগলদের বিশ্বাস, তালাটি যেমন শক্তভাবে বন্ধ রইল, তেমনি তাদের সম্পর্কও প্রকৃতির এই কঠিন বাঁধনে চিরদিনের জন্য অটুট থাকবে।

যদিও এই রোম্যান্টিক ট্রেন্ডের শুরু ফ্রান্সে, বিশেষ করে প্যারিসের বিখ্যাত পোঁ দে আর্টস (Pont des Arts) ব্রিজে, দ্রুতই এটি বিশ্বের বড় বড় শহর এবং ঐতিহাসিক সেতুগুলোতে ছড়িয়ে পড়ে। নিউইয়র্কেও এই আবেগঘন রীতিটি এখন এক অবিচ্ছেদ্য অংশে পরিণত। পর্যটকরা আসেন, ছবি তোলেন, আর নিজেদের ভালোবাসার ছোট্ট স্বাক্ষরটুকু এখানে রেখে যান।
স্থাপত্যের ভার ও কর্তৃপক্ষের সতর্কতা
এই লাভ লকস যতটাই রোম্যান্টিক হোক না কেন, এটি নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের জন্য একটি মাথাব্যথার কারণ। হাজার হাজার তালার মিলিত ওজন ব্রিজের ঐতিহাসিক কাঠামোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এর ফলে কেবল রক্ষণাবেক্ষণের সমস্যাই হয় না, নিরাপত্তার বিষয়টিও প্রশ্নের মুখে পড়ে।

এ কারণে সিটি কর্তৃপক্ষ নিয়মিত বিরতিতে এই তালাগুলো খুলে ফেলার জন্য সতর্কবার্তা জারি করে। ব্রিজের কাঠামো সুরক্ষিত রাখতে এবং অতিরিক্ত ভার কমাতে কর্মীদের দিয়ে প্রায়শই এই তালাগুলো কেটে ফেলা হয়।
তবুও এই চক্র থেমে নেই। একদল তালা সরানো হলেও, নতুন করে পর্যটকরা আসে, নতুন তালা ঝুলিয়ে যায়। কারণ যুক্তি দিয়ে ভালোবাসার এই আবেগঘন রীতিকে থামানো যায়নি।
ইতিহাস ও আবেগের মেলবন্ধন
ব্রুকলিন ব্রিজ তাই আজ কেবল ইতিহাস আর স্থাপত্যের উদাহরণ নয়। এখানে ইমারত ও স্টিলের কাঠামোর সঙ্গে মিশে আছে হাজারো মানুষের গোপন আকাঙ্ক্ষা, অটুট আশা আর গভীর অনুভূতি।
পরের বার যখন ব্রুকলিন ব্রিজে হাঁটতে যাবেন, একবার রেলিংয়ের দিকে তাকিয়ে দেখুন। প্রতিটি তালা যেন ফিসফিস করে বলছে এক একটি প্রেমের গল্প। এই তালাগুলো যেন নিউইয়র্কের আরেকটা প্রেমের উপাখ্যান—যা সবসময়ই ভাঙা-গড়ার খেলায় মেতে থাকে।
সর্বশেষ খবর
এক্সক্লুসিভ এর সর্বশেষ খবর