
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পৃথক দুটি স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ও সকালে এ ঘটনাগুলো ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে উপজেলার মাতামুহুরী ব্রিজের নিচের দক্ষিণ পাশ থেকে ব্যবসায়ী গিয়াস উদ্দিনের (৪৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত গিয়াস উদ্দিন কাকারা ইউনিয়নের শাকের মোহাম্মদচর দীঘির পাড়ার বাসিন্দা।
নিহতের পরিবার জানায়, শুক্রবার রাতেই গিয়াস উদ্দিনকে অপহরণ করা হয়। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। শনিবার ভোরে স্থানীয় লোকজন ব্রিজের নিচে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এদিকে একই দিন সকালে উপজেলার বদরখালী এলাকায় ছুরিকাঘাতে খুন হয়েছেন হারুন (৩২) নামে এক সিএনজি অটোরিকশাচালক। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে অজ্ঞাত ব্যক্তিদের ছুরিকাঘাতে তিনি নিহত হন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ার বলেন, পৃথক দুটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাগুলোর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
দুইটি হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর