
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও প্রবাসী ভোটকে চ্যালেঞ্জ মনে করছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে আযোজিত এক সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এসব কথা বলেন।
তিনি বলেন, আমার অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে চাই। এজন্য কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও প্রবাসীদের ভোটগ্রহণ চ্যালেঞ্জ। রাতারাতি সবকিছুর উন্নয়ন হবে না৷ আমরা চেষ্টা করছি।
বদলির ব্যাপারে তদবির না করার আহ্বান জানিয়েছে ইসি সচিব বলেন, সবকিছু সুবিধা অসুবিধা থাকবে। কিন্তু কেউ তদবির করবেন না।
নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আযোজিত কর্মকর্তাদের সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার, অন্য নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর