
গাজীপুর সাফারী পার্কে মধ্যরাতে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে ১১জনকে আটক করেছে পার্ক কর্তৃপক্ষ। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তাদের শ্রীপুর থানা পুলিশে হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল রাকিব। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। আটককৃত ব্যক্তিরা স্থানীয় কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বলে জানান গাজীপুর সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান।
কর্তৃপক্ষ জানান, বিভিন্ন সময় গাজীপুর সাফারী পার্কে চুরি ঘটনা ঘটেছে, এতে পার্কের মূল্যবান, দুর্লভ প্রাণী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল খোয়া গেছে। এসব ঘটনায় মামলাও হয়েছে। এরপর থেকেই চুরি ঠেকানোসহ পার্কের নিরাপত্তা বাড়াতে পার্কের কর্মকর্তা ও কর্মচারীর সমন্বয়ে রাতে পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে। রাতে ডিউটি চলাকালীন ১১জন ছেলেকে পার্কের সীমানা ঘুরতে দেখে। পরে বিষয়টি সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমানসহ ট্যুরিস্ট পুলিশের সাফারী পার্ক ক্যাম্প জানানো হয়। পরে তাদের আটক করে হেফাজতে নেয়া হয়। সকালে শ্রীপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়।
এবিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, তাদের আটকের পর আমাদের কাছে বনবিভাগ হস্তান্তর করেছে। পরে শনিবার দুপুরে আটককৃত ১১জনকে আদালতে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর