
বগুড়ার শেরপুরে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক যুবদল নেতা আরমান আলীকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরমান শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের দহপাড়া গ্রামের সালামের ছেলে। তিনি শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেরপুর উপজেলা যুবদল থেকে ২৪ সেপ্টেম্বর তাঁকে বহিষ্কার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, ২০ সেপ্টেম্বর সকালে শেরুয়া দহপাড়া এলাকায় হামলা ও চাঁদাবাজির ঘটনায় ভুক্তভোগী জালু বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা করেন। এজাহারে বলা হয়, আসামিরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদী ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে তাঁরা গুরুতর আহত হন এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় আরমানসহ আটজনকে আসামি করা হয়েছে।
শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, আরমান আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ইতিপূর্বে এই মামলার অন্যতম আসামি লালনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
অন্যদিকে দলীয় সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেরপুর উপজেলা যুবদল থেকে ২৪ সেপ্টেম্বর আরমান আলীকে বহিষ্কার করা হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, আটককৃতকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর