
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজ বরগুনায় জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বরগুনা জেলার পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল। সেমিনারে বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, বিএনপি নেতা এ.জেড.এম সালেহ ফারুক, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, সুন্দরবন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল, বরগুনা জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি হাফিজুর রহমান, বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শওকত ইকবাল, মেহেরাজ জুলাই যোদ্ধা আবদুল হান্নান এবং পর্যটন উদ্যোক্তা আরিফুর রহমান।
সেমিনারটি পরিচালনা করেন বরগুনা জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ। বক্তারা সেমিনারে বরগুনায় পর্যটন শিল্পের নানা সমস্যা এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতামত তুলে ধরেন।
দুপুর ১২টায় বরগুনা জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটি এবং সুরঞ্জনার যৌথ আয়োজনে সুরঞ্জনার কাশবনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মাসব্যাপী শরৎ উৎসবের উদ্বোধন করা হয়। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে শরতের নৃত্য, কবিতা আবৃত্তি ও পুঁথি পাঠসহ নানা আয়োজন করা হয়। শরৎ উৎসবের উদ্বোধন করেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর