
বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও ১০ লাখ টাকাসহ দুই উপজাতি নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাঁদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক। গ্রেপ্তার উছাইয়ে মার্মা (১৫) ও মাচিং ওয়াং মার্মা (৮০) নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চিংথোয়াই পাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সোনাইছড়ি ইউনিয়নের সিনথোয়াই ও নতুন পাড়া বায়ের মার্মা সেমিপাকা বাড়ি থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় চার কোটি টাকা বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
রার/সা.এ
সর্বশেষ খবর