
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপিসি-৩, মেহেরপুরের বিশেষ অভিযানে গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়নের রামনগর এলাকা থেকে ৪৬ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর), বিকেল সাড়ে ৫টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, অধিনায়ক র্যাব-১২ এর নির্দেশনায় মেহেরপুর ক্যাম্পের একটি চৌকস দল রামনগর টু হাড়াভাঙ্গা সড়কে অভিযান চালায়। এ সময় স্থানীয় মুদি দোকানের সামনে থেকে ইয়াবাসহ মাসুদ রানা (২৬) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়।
মাসুদ রামনগর গ্রামের আয়নাল মন্ডলের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাসুদ স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে নিজ এলাকা ও আশপাশে বিক্রি করছিল।
র্যাব জানায়, আটককৃতের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২, সিপিসি-৩ আরো জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারা বদ্ধপরিকর।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর