
স্থায়ী ক্যাম্পাস ফিরিয়ে দেওয়া এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস (বিআইএইচএস) নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা তাদের শিক্ষাজীবন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
রাজধানীর টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রায় তিন মাস ধরে ক্লাস বন্ধ থাকা, অপর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং অন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গে ক্যাম্পাস নিয়ে বিরোধের কারণে শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন।
ভর্তির সময় যে আধুনিক ক্যাম্পাস ও ক্লাসরুমের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কিছুই এখন অবশিষ্ট নেই। প্রায় তিন মাস ধরে তাদের ক্লাস ও সকল প্রকার অ্যাকাডেমিক কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ক্যাম্পাসের মধ্যেই থাকা বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস)-এর শিক্ষার্থীদের সঙ্গে তাদের বিরোধ চলছে। কয়েক দিন ধরে বিইউএইচএস-এর শিক্ষার্থীরা তাদের এবং শিক্ষকদের ক্যাম্পাসে অবরুদ্ধ করে রেখেছে বলেও অভিযোগ তোলেন তারা।
আন্দোলনকারী এক শিক্ষার্থী অমিত চন্দ্র বলেন, 'ক্যাম্পাসে তালা ঝুলছে, আমরা ভেতরে ঢুকতে পারছি না। আমাদের ল্যাব, টিচার্স রুম- একজন নার্সিং শিক্ষার্থীর জন্য যা যা প্রয়োজন, তার কিছুই এখন নেই।'
প্রথম বর্ষের শিক্ষার্থী অমর ফারুক বলেন, 'আমাদের স্থায়ী ক্যাম্পাস থেকে আমাদেরকে অসম্মানজনকভাবে বের করে দেওয়া হয়েছে। এটি আমাদের স্থায়ী ক্যাম্পাস, কিন্তু এখন আমরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারছি না। আমরা অনতিবিলম্বে আমাদের ক্যাম্পাস ফিরিয়ে চাই; নতুবা আমরা কঠোর আন্দোলনের পথে যাব।'
সর্বশেষ খবর