
উত্তরপ্রদেশের লখিমপুরের তরুণী ইনফ্লুয়েন্সার মাহি সিংহ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক অভিনব ক্যাম্পেইন চালু করে ব্যাপক আলোচনায় এসেছেন। তিনি তার ফলোয়ারদের কাছে অ্যাপলের সদ্য প্রকাশিত আইফোন ১৭ প্রো ম্যাক্স কেনার জন্য অনুদান চেয়েছেন। প্রায় ১.৪৯ লাখ টাকার এই স্মার্টফোন কেনার জন্য মাহির অনুরোধ প্রত্যেকে যেন অন্তত ১ টাকা বা ২ টাকা করে সহযোগিতা করেন।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও বার্তায় মাহি বলেন, মাত্র তিন মাস আগে তার বাবা আইফোন ১৬ কিনে দিয়েছিলেন। তবে সর্বশেষ মডেল বাজারে আসার পর তিনি বাবার কাছে আইফোন ১৭ প্রো ম্যাক্স চাইলেও তা দিতে অপরাগতা প্রকাশ করেন।
ভাইরাল হওয়া ভিডিওতে মাহিকে বলতে শোনা যায়, আইফোন ১৭ প্রো লঞ্চ হয়েছে এবং আমি এর রং খুবই পছন্দ করি। এখন আমার জন্মদিনে (২১ অক্টোবর) এই নতুন ফোনটি চাই, কিন্তু বাবা কিনে দিচ্ছেন না।
ভিডিওতে তিনি আরও বলেন, আপনারা সবাই যদি এক, দুই, তিন বা চার টাকা করে সাহায্য করেন, তাহলে আমি এই ফোনটি কিনতে পারব এবং আমি আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাব। এতে আমার স্বপ্ন পূরণ হবে।
এদিকে এমন ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ মাহির প্রতি ক্ষোভ প্রকাশ করে এর সমালোচনা করেছেন। তবে আরেকদল মনে করেন, ক্রাউডফান্ডিং এখন এক ধরনের আধুনিক ট্রেন্ডে পরিণত হয়েছে।
তার ভিডিও নিচে একজন কমেন্ট করেছেন, যারা এই ধরনের ভিডিওর জন্য তাদের ফোন স্ক্রল করে, তারাই আসলে তাকে ১-২ টাকা পাঠাবে যেটা সে অনুদান চেয়েছে।
অন্য একজনের কটাক্ষ করে লেখেন, এরপর হয়তো মন্টে কার্লোতে চার বেডরুমের ফ্ল্যাট কেনার জন্য আবেদন করবে।
আরেকজন নেটিজেন লিখেছেন, ইউটিউবে বড়লোকরা সুপারচ্যাট চাইতে চাইতে ধনী হচ্ছে। কিন্তু কোনো গরিব মানুষ চাইলে সবার সমস্যা হয়। আসলেই মানুষের দ্বিমুখী মানসিকতা।
চতুর্থ একজনের মন্তব্য করেন, এটা নতুন ট্রেন্ড। তবে অবাক লাগে, এরা এত ফলোয়ার পেল কীভাবে?
সূত্র: এনডিটিভি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর