
নেত্রকোনায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তর একটি মতবিনিময় সভার আয়োজন করে। ২৮/০৯/২০২৫ তারিখে নেত্রকোনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। নেত্রকোণা জেলাধীন হোটেল, রেস্টুরেন্ট, মুদি দোকান, মনিহারী দোকান, ফার্মেসি মালিক ও স্থানীয় ব্যক্তিবর্গ পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধের বিষয়ে আলোচনায় অংশ নেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নেত্রকোণা চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ দিদারুল আলম দিদার, বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি মোঃ আব্দুর রউফ, রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক, বাজার মালিক সমিতি এবং বিভিন্ন হোটেল-রেস্তোরাঁর মালিকগণ। জনসচেতনতার মাধ্যমে পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে সকলে একসাথে কাজ করার অঙ্গীকার করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর