
এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ভারতের রোমাঞ্চকর জয়ের পর দেশজুড়ে চলছে উদযাপন। এই আনন্দে শামিল হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ফেসবুকে দেওয়া তাঁর স্ট্যাটাসে পাকিস্তানকে খোঁচা দেওয়ার ইঙ্গিত স্পষ্ট।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে দেওয়া ওই স্ট্যাটাসে মোদি লিখেছেন,
“খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল একই – ভারত জিতেছে! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।”
মোদির এই বার্তা শুধুই ক্রিকেট জয়ের শুভেচ্ছা নয়, সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি নিয়েও একপ্রকার রাজনৈতিক বার্তা। কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারত পরিচালনা করেছিল ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানের দাবি, অভিযানে অন্তত ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। পাল্টা আঘাতও হানে পাকিস্তান।
ফাইনালে পাকিস্তানের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করে ১৯.৪ ওভারে জয় নিশ্চিত করে সুর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। তিলক ভর্মা অপরাজিত অর্ধশতক পূর্ণ করে ম্যাচের নায়ক হন।
মোদির পোস্ট প্রকাশের পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভারতীয়দের পাশাপাশি পাকিস্তানি নেটিজেনদের মধ্যেও শুরু হয় তর্ক-বিতর্ক। অনেকেই একে রাজনৈতিক খোঁচা হিসেবে দেখছেন।
৪১ বছর পর ভারত-পাকিস্তান এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হওয়ায় ম্যাচটি পরিণত হয়েছিল মহারণে। শেষ ওভার পর্যন্ত টানটান উত্তেজনায় ভরা এই ম্যাচের জয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও চলছে আলোচনা।
সর্বশেষ খবর