
রাশিয়া থেকে ৫২,৫০০ মেট্রিক টন গম নিয়ে mv PERTH I জাহাজ আজ চট্টগ্রামের কুতুবদিয়া বর্হিনোঙ্গরে পৌঁছেছে। এই গম ক্রয়ের নগদ চুক্তি গত ৭ জুলাই ২০২৫ তারিখে সম্পন্ন হয়েছিল।
রেলওয়ে ও বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুত খালাস নিশ্চিত করতে জাহাজে রাখা গমের নমুনা পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ৫২,৫০০ মেট্রিক টনের মধ্যে ৩১,৫০০ মেট্রিক টন গম চট্টগ্রামে খালাস করা হবে, এবং বাকি ২১,০০০ মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।
এর মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা আরও দৃঢ় হবে এবং বাজারে গমের সরবরাহ নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর