
কক্সবাজারের উখিয়ায় ইয়াবাসহ এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরপরই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে হলদিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সোনা আলম ও তার সহযোগী শাহেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। রোববার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সোনা আলমের বিরুদ্ধে আগেও একাধিক মাদক ও মারামারির মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি পুলিশের নজরদারিতে ছিলেন।
স্থানীয় সূত্রের তথ্য মতে, সীমান্তপথে ইয়াবা বহনকারী হিসেবে পরিচিত ছিলেন সোনা আলম। রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে দ্রুত যুবদলের পদও দখল করেন তিনি। এরপর এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন তিনি, আর চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলা বা দোকান ভাঙচুর করতেন।
গত ৯ আগস্ট স্থানীয় এক সাংবাদিক বাজারে মাদক বিক্রির দৃশ্য ধারণ করতে গেলে তার ওপর হামলার অভিযোগও ওঠে সোনা আলমের বিরুদ্ধে। ওই ঘটনায় মামলা হলেও তিনি জামিনে বেরিয়ে আবারও সক্রিয় হয়ে ওঠেন।
এদিকে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে উখিয়া উপজেলা যুবদল আহ্বায়ক এম. সাইফুর রহমান সিকদার ও সদস্য সচিব খাইরুল আমিন এক যৌথ বিজ্ঞপ্তিতে জানান, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোনা আলমকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে স্থগিত করা হয়েছে। তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনা আলমের কোনো অপকর্মের দায়ভার যুবদল নেবে না। পাশাপাশি নেতাকর্মীদের তাকে এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর