
বগুড়ার কাহালু উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহতের নাম রাহুল সরকার (৩০)। তিনি উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামের নিজ লিজ নেওয়া পুকুরে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এ হত্যাকাণ্ডের শিকার হন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাহুল সরকার পুকুরপাড়ে হুইল বরশি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ করে অজ্ঞাত দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়ে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই মারা যান তিনি। হত্যার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। নিহত রাহুল সরকারের বাড়ি কৈগাড়ী পাড়া (সি অফিস) এলাকায়। তিনি মৃত সোবহান সরকারের ছেলে।
এ বিষয়ে কাহালু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিতাই চন্দ্র জানিয়েছেন, হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর