
ফেনীর নবাবপুর ইউনিয়নের মোঃ ইব্রাহিম মোমেন কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার এইচ. জে. পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হওয়া সত্ত্বেও তিনি নবাবপুর ইউনিয়ন বিএনপির সভাপতির পদে দায়িত্ব পালন করেছেন। তবে সদ্য কমিটি বিলুপ্তির ফলে তিনি এখন সাবেক। তাঁর বিরুদ্ধে সরকারি চাকরির বিধি ভঙ্গ করে রাজনৈতিক পদে থেকে দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে।
অভিযোগকারীর সূত্রে জানা যায়, মো. ইব্রাহিম মোমেন সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে দলীয় পদে থেকে সভাপতির দায়িত্ব পালন করেছেন। অথচ সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর ২৫ ধারা অনুযায়ী সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গসংগঠনের সদস্য হতে অথবা অন্য কোনোভাবে এর সাথে যুক্ত হতে পারবেন না, অথবা বাংলাদেশে বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে বা কোনো প্রকারেই সহায়তা করতে পারবেন না।
অভিযোগকারী সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জহিরুল আলম জহির এ বিষয়ে শিক্ষা উপদেষ্টার নিকট ২১ সেপ্টেম্বর লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগপত্রটি শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ইব্রাহিম মোমেন নবাবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে বিভিন্ন সময়ে বিএনপির নামীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। অভিযোগপত্রে দলীয় কার্যক্রমে তাঁর উপস্থিতির ছবি এবং বিএনপির অভ্যন্তরীণ অভিযোগপত্রের কাগজপত্র সংযুক্ত করা হয়েছে। অভিযোগকারী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অধিকতর তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ প্রসঙ্গে সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু বলেন, "আব্দুল মোমেন বর্তমানে সাবেক। তিনি এখন দলের দায়িত্বে নেই। তিনি সরকারি চাকরি করে কীভাবে এ পদে আছেন তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করবেন। তবে দেশের প্রচলিত আইনে তিনি রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবেন কিনা, তা সরকারের আইন অনুযায়ী নির্ধারণ করা হবে। এ বিষয়ে তদন্তের দায়িত্ব সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর