
রাজবাড়ীর পাংশা উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে পাংশা উপজেলা ও পৌর যুবদল এবং ছাত্রদল পাহারাদার হিসেবে কাজ করছে। পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম মন্দির পরিদর্শন শেষে এসব কথা বলেন। তিনি জানান, সকল মন্দিরে তাদের স্বেচ্ছাসেবক দল রয়েছে, যারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং কোনো অসঙ্গতি চোখে পড়লে তাৎক্ষণিক খবর দিচ্ছে।
আরিফুল ইসলাম আরও বলেন, "এখন পর্যন্ত পাংশা উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করি, শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা শেষ হবে।" তিনি উল্লেখ করেন, তাঁদের রাজনৈতিক অভিভাবক, রাজবাড়ী জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবুর সার্বিক দিকনির্দেশনায় যুবদল ও ছাত্রদল মাঠে সক্রিয় রয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের পূজা অর্চনা করতে পারে, এ জন্য তারা সার্বক্ষণিক পাশে আছেন।
বুধবার সন্ধ্যার পর আরিফুল ইসলাম শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। তিনি পূজারিদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবুর পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে পাংশা উপজেলা পূজা পরিষদের সভাপতি প্রান্তোষ কুমার কুণ্ডু, ডাক্তার ধীরেন্দ্রনাথ বিশ্বাস, নির্মল কুমার কুণ্ডু, সরজিৎ কুমার বিশ্বাস, পৌর যুবদলের সদস্য সচিব ফরিদ সরদার, রাজবাড়ী জেলা ছাত্রদলের কারা নির্যাতিত নেতা সজীব রাজা, পাংশা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হৃদয় হোসেন, উপজেলা ও পৌর যুবদল-ছাত্রদলের নেতাকর্মী এবং পূজা মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর