
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলো প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। গতকাল সন্ধ্যায় বরগুনার পুরনো লঞ্চঘাটে বিভিন্ন পূজামণ্ডপ থেকে ভক্তরা দেবী দুর্গার প্রতিমা নিয়ে এসে নদীতে বিসর্জন দেন। চোখের জলে দেবীকে বিদায় জানালেন ভক্তরা।
সরেজমিনে দেখা গেছে, জেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে বিসর্জন কেন্দ্রিক নানা প্রস্তুতি গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় ভক্তরা নির্বিঘ্নে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
ভক্ত রবি দাস বলেন, "গত চার দিন আনন্দের মধ্য দিয়ে পূজা উদ্যাপন করেছি। আজ মাকে বিদায় দিতে এসে মন খারাপ হলেও এই ভেবে ভালো লাগছে—আসছে বছর আবার মা আসবেন।"
আরেক ভক্ত হৈমন্তী রানী সিংহ বলেন, "মা আমাদের কল্যাণ দিয়ে গেছেন, এখন সতর্ক করে বিদায় নিচ্ছেন। মনে হয় যদি আরও কিছুদিন থাকতেন, তাহলে আনন্দটা আরও বাড়তো।"
জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব রায় জানান, বরগুনায় শান্তিপূর্ণভাবে পূজা সম্পূর্ণ হলো। আখড়াবাড়ি মন্দির থেকে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রাসহ বিভিন্ন মণ্ডপের প্রতিমা বীণা স্মৃতি ঘাটে আসবে। এ উপলক্ষে ঘাটকেন্দ্রিক সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
প্রতিমা বিসর্জনকে ঘিরে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, নৌ-পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম ও সোয়াট দলের সদস্য এবং সাদা পোশাকে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন।
সর্বশেষ খবর