
পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. এ. কে. এম. অলি উল্যা বলেছেন, প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে। এই সংগঠন অভিজ্ঞতা ও জ্ঞানের সেতুবন্ধন হবে, যা নতুন প্রজন্মের কাজে লাগবে। গত বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় একাডেমীর আইটি ভবনে পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, বগুড়া’র অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ রেজাউল হক মিলনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া’র পরামর্শক ড. এ কে এম জাকারিয়া হোসেন। তিনি বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমাদের ঐক্যের প্রতীক। শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে আমরা সক্রিয় ভূমিকা রাখবো। সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বিমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া’র যুগ্ম পরিচালক সারাওয়াত রশীদ, পল্লী উন্নয়ন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ ওহিদুর রহমান। এছাড়া পল্লী উন্নয়ন একাডেমী স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ডা. হাবিবুল্লাহ ও মোঃ ফজলুল রহমান খোকন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয় জীবনের স্মৃতি রোমন্থন করেন। তারা ভবিষ্যতে একটি “শিক্ষার্থী কল্যাণ তহবিল” গঠন এবং একটি “স্মারক প্রকাশনা” প্রকাশের প্রস্তাব দেন। রাতের আয়োজনকে প্রাণবন্ত করে তোলে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পরিবেশিত গান, আবৃত্তি, নাটিকা এবং নৃত্য দর্শকদের মুগ্ধ করে। সবশেষে সমবেত কণ্ঠে “আমরা সবাই এক, আমরা সবাই প্রাক্তন” স্লোগানে মুখরিত হয় প্রাঙ্গণ। নৈশভোজের মধ্য দিয়ে সমাপ্ত হয় এ মহতী আয়োজন। প্রাক্তন শিক্ষার্থীরা জানান, এই অভিষেক কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং বন্ধুত্ব ও সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার।
সর্বশেষ খবর