
সিরিজ জয়ের লক্ষ্যে টানা দ্বিতীয় দিন আফগানিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরু থেকেই টাইগার বোলাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের চেপে ধরে। সেই ধারা শেষ পর্যন্ত ধরে রেখেছেন নাসুম আহমেদ ও শরিফুল ইসলামরা। ফলে ওপেনারদের পর আর কোনো জুটিতেই আফগানরা বড় রান পায়নি। শেষ পর্যন্ত ২০ ওভারে তারা ৫ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করেছে।
বিরতি ছাড়াই দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেমেছে বাংলাদেশ ও আফগানিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজকের (শুক্রবার) ম্যাচটিতে উভয় দলই একাদশে পরিবর্তন আনে। তাসকিন আহমেদ ও তানজিম সাকিবকে বিশ্রামে রেখে ফেরানো হয় শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনকে। এর মধ্যে দুজনই দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন। আফগানদের পক্ষে ইব্রাহিম জাদরান সর্বোচ্চ ৩৮ এবং রহমানউল্লাহ গুরবাজ ৩০ রান করেন।
এর আগে, আফগানদের হারানো প্রথম টি-টোয়েন্টির একাদশ থেকে তানজিম হাসান সাকিব এবং তাসকিন আহমেদকে বাদ দিয়েছে বাংলাদেশ। তাদের বদলে নেওয়া হয়েছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও পেসার শরিফুল ইসলামকে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হয়।
গতকাল প্রথম টি-টোয়েন্টি দিয়ে দুই দলের তিন ম্যাচের সিরিজ শুরু হয়। যেখানে বাংলাদেশ ৮ বল এবং ৪ উইকেট হাতে রেখে জিতেছিল। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে জাকের আলি অনিকের দল। অন্যদিকে, সিরিজ বাঁচাতে আফগানিস্তানের সামনেও জয়ের বিকল্প নেই। এর আগে দুই দল মুখোমুখি দেখায় একটি করে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। আরেকটি সিরিজ ১-১ ড্র হয়।
রশিদ খানের আফগান দলেও আজ তিনটি পরিবর্তন আনা হয়েছে। নতুন করে একাদশে ঢুকেছেন ওয়াফিউল্লাহ তারাখিল, আব্দুল্লাহ আহমদজাই ও অভিজ্ঞ স্পিনার মুজিব-উর-রহমান। তাদের জায়গা করে দিতে গিয়ে বাদ পড়েছেন মোহাম্মদ ইসহাক, শরাফউদ্দিন আশরাফ ও ফরিদ আহমেদ।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলি অনিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ অটল, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, ওয়াফিউল্লাহ তারাখিল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, আব্দুল্লাহ আহমদজাই, রশিদ খান (অধিনায়ক), নুর আহমদ ও মুজিব-উর-রহমান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর