
কর্ণফুলী টানেলের ভেতর একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ায় তিন থেকে চারজন আহত হয়েছেন। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। বাসটি পতেঙ্গা প্রান্ত থেকে যাত্রী নিয়ে আনোয়ারা প্রান্তের দিকে যাচ্ছিলো। অতিরিক্ত গতির কারণেই বাসটি উল্টে যায় বলে জানিয়েছেন টানেল কর্তৃপক্ষ। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে, তবে কারো অবস্থা গুরুতর নয়।
কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) গোলাম সামদানী হিমেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টানেলে তেমন ক্ষয়ক্ষতি হয়নি এবং বর্তমানে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত, কর্ণফুলীর তলদেশে নির্মিত এই টানেলে যানবাহন চলাচল শুরুর পর থেকে বিভিন্ন সময়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, উচ্চ গতিতে যানবাহন চালানোর কারণেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর