
গাজীপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
ডিবি সূত্র জানায়, ২ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে প্রথমে সদর উপজেলার ভবানীপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার মোশারফ হোসেন মনসুরের ছেলে ইমরান হোসেন (২২), গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে আশিকুল ইসলাম (১৯) এবং সদর মেট্রো থানার লাগালিয়া দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান ইমন (২৩) সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের কাছ থেকে জব্দ করা অস্ত্র ব্যবহার করছিলেন শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের বজলুর রশিদের ছেলে শাহারিয়ার রহমান সাদাফ (২২) এবং কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার নতুন বাজার এলাকার মোজাম্মেল হক রোমান (২২), যিনি শ্রীপুরের কেওয়া পশ্চিমখন্ড দারোগারচালা এলাকায় বসবাস করতেন।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ ময়মনসিংহের ভালুকা পৌরসভায় আরেকটি অভিযান চালিয়ে শাহারিয়ার ও রোমানকে গ্রেপ্তার করে। পরবর্তীতে শাহারিয়ার রহমান সাদাফের স্বীকারোক্তি অনুযায়ী শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজার এলাকায় তার খালুর বাড়ি থেকে একটি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিনে তিন রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মেহেদী হাসান ইমনের বিরুদ্ধে তিনটি এবং ইমরান হোসেনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল ও খুন-জখমের হুমকিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর