
গত ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া খাগড়াছড়ি জেলা সদর, পৌরসভা ও গুইমারা উপজেলার ১৪৪ ধারা প্রত্যাহার করেছে প্রশাসন।
শনিবার রাত সাড়ে ৮টায় খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৪৪ ধারা প্রত্যাহারের আদেশ জারি করা হয়। একই সময়ে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে গুইমারা উপজেলায় জারি করা ১৪৪ ধারাও প্রত্যাহার করে নেওয়া হয়।
বিজ্ঞপ্তি দুটিতে বলা হয়, "খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলা ও গুইমারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটায় এবং জনগণের জান ও মালের ক্ষতিসাধনের আশঙ্কা থাকায় গত ২৭ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়েছিল; যেহেতু, বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলা এবং গুইমারা উপজেলায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ মোতাবেক ১৪৪ ধারা জারির আদেশ প্রত্যাহারের চাহিদা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে পাওয়ায় ৫ অক্টোবর ২০২৫ তারিখ রবিবার ভোর ৬টা থেকে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ মোতাবেক ১৪৪ ধারা জারির আদেশ প্রত্যাহার করলাম।"
আদেশটি বর্ণিত তারিখ ও সময় হতে কার্যকর হবে।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাতে জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে কয়েকজন যুবক এক কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার পর সন্দেহভাজন হিসেবে শয়ন শীল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধর্ষণের ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তার ও বিচারসহ ৮ দফা দাবিতে ২৭ সেপ্টেম্বর থেকে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধ ডাকে ‘জুম্ম ছাত্র-জনতা’। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় ২৭ সেপ্টেম্বর দুপুর ২টা থেকেই খাগড়াছড়ি সদর, পৌরসভা ও গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
এদিকে ডাক্তারি পরীক্ষায় ওই কিশোরীকে ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের। পরে ১ অক্টোবর রাতে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। এরপর ৪ অক্টোবর শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অফিসিয়ালি ঘোষণা দিয়ে স্থায়ীভাবে অবরোধ প্রত্যাহার করে নেয় জুম্ম ছাত্র-জনতা। এ প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারাও প্রত্যাহার করে নেয় প্রশাসন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর