
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্যের দিনে ব্যর্থতার গল্প লিখলো ব্রাজিল। গ্রুপপর্বে টানা তিন জয়ে শেষ ষোলো নিশ্চিত করলো লিওনেল মেসির উত্তরসূরিরা। অন্যদিকে আসরে জয়শূন্য থেকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে সেলেসাও যুবারা।
রোববার (৫ অক্টোবর) ভোরে ইতালিকে ১-০ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে যুব বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে পা রেখেছে আর্জেন্টিনা। একই দিন স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে ‘সি’ গ্রুপের তলানিতে থেকে আসর শেষ করেছে ব্রাজিল।
কিউবা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই জয়ে অবশ্য আগেই পরের রাউন্ড নিশ্চিত করে রেখেছিল আর্জেন্টিনা। তবে ইতালির বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচেও কোনো ঝুঁকি নেয়নি তারা। পুরো ম্যাচে বল দখলে আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।
পুরো ম্যাচে তাদের একমাত্র সাফল্যটি আসে ৭৪তম মিনিটে। আনদ্রাদার থেকে বল পেয়ে গোল আদায় করে নেন ডিফেন্ডার ডিলান তমাস গোরোসিতো। এই এক গোলেই পূর্ণ ৩ পয়েন্ট আদায় করে নেয় তারা। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পা রাখে পরের পর্বে।
অন্যদিকে প্রথম দুই ম্যাচে জয়শূন্য থাকলেও শেষ ষোলোতে পা রাখার সুযোগ ছিল ব্রাজিলের সামনে। স্পেনের বিপক্ষে তাদের লড়াইটা ছিল বাঁচা-মরার। ছয়টি গ্রুপ থেকে সেরা দুই দলের পাশাপাশি, তৃতীয় সেরা চারটি দলও পেতো পরের পর্বের টিকিট।
তাই মেক্সিকোর বিপক্ষে ড্রয়ের পর মরক্কোর কাছে হারলেও সেলেসাওরা শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে জিততে পারলে সে সুযোগ লুফে নিতে পারতো। এদিন অবশ্য লড়াইটাও কম করেনি তারা। কিন্তু ভাগ্য সহায়নি হয়নি তাদের। ৪৭তম মিনিটে স্পেনের হয়ে জয়সূচক গোলটি করেন ইকার ব্রাভো।
এই জয় নিয়ে শেষ ষোলোর টিকিট হাতে পায় স্পেনের যুবারা। আর ৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে আসর থেকে বিদায় নেয় সেলেসাও যুবারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর