
শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই পলাতক রিজ্জাকুল রহমান রাজু নামে এক আওয়ামী লীগ নেতাকে হঠাৎ দেখা গেল তার মামাতো ভাইয়ের বিয়েতে।
খবর পেয়ে সেখানে সাদা পোশাকে উপস্থিত হয়ে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু, বেশিক্ষণ ধরে রাখা গেল না তাকে। পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকরাসহ ওই আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়েছেন তার স্বজনরা।
ঘটনাটি ঘটেছে শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চকভোলা খাঁ এলাকায়। রিজ্জাকুল রহমান রাজু শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা রাজু শনিবার রাতে নিজ গ্রামে বাড়ির পাশে মামাতো ভাই শাহ আলমের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যান। খবর পেয়ে থানা পুলিশের এস আই আল মামুন একজন কন্সটেবলকে সঙ্গে নিয়ে সাদা পোশাকে তাকে গ্রেপ্তার করতে যান। তারা রাজুকে গ্রেপ্তারের পর হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার সময় রাজুর আত্মীয় স্বজন পুলিশের ওপর হামলা চালায়।
একপর্যায়ে হাতকড়াসহ রাজুকে পুলিশের থেকে ছিনিয়ে নিয়ে যায় তারা৷ এ সময় আওয়ামী লীগ নেতার স্বজনদের মারধরে ওই দুই পুলিশ সদস্য আহত হন৷ পরে সেখানে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালিয়েও রাজুকে গ্রেপ্তার করতে পারেনি।
রাজুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক ১৬ টি মামলা আছে৷ গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর