
ফেনী সদরের লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর ও নেয়ামতপুর সংলগ্ন শতাধিক মানুষের যাতায়াতের একমাত্র প্রধান সড়কটি এক দশকের বেশি সময় ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে সড়কটি ছোট-বড় অসংখ্য খানাখন্দে ভরে গেছে, যা বর্তমানে পুকুরের মতো আকার ধারণ করেছে। এসব গর্ত মরণ ফাঁদে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম জানান, তাঁর তিনটি ট্রাক এই সড়ক দিয়ে চলাচল করতে সমস্যার সম্মুখীন হয় এবং এতে গাড়ির মেরামত খরচ বেড়ে যায়। সিএনজি চালক বাচ্চু মিয়ার মতে, সড়কের বেহাল দশার কারণে যাত্রী পরিবহন করা কঠিন হয়ে পড়েছে এবং গাড়ি চলাচলেও সমস্যা হচ্ছে।
কৃষকদলের সভাপতি সুজল হক উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্ষা মৌসুমে সড়কটি সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। তিনি আরও বলেন, এই সড়ক দিয়ে একজন গর্ভবতী নারীর চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
লেমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম মিয়াজী জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কটি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে এবং এটি চওড়া করা হতে পারে।
সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী দীপ্ত দাশ গুপ্ত জানিয়েছেন, আগামী তিন থেকে চার মাসের মধ্যে রাস্তাটির সংস্কার কাজ শুরু হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর