
সম্পর্ক কতটা উষ্ণতা থাকবে সেটা অন্তর্বর্তী সরকারের কাজের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব প্রকাশ করা হয়।
তারেক রহমান বলেন, আমরা প্রথম থেকেই বলে আসছি— আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। অর্থাৎ, অনেক বিষয়ে কাজ করার সুযোগ আছে। যদি মূল দুটি বিষয়কে ধরা হয়, তবে একদিকে কিছু প্রয়োজনীয় সংস্কারের বিষয় রয়েছে, অন্যদিকে রয়েছে প্রত্যাশিত সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচনের আয়োজন।
তিনি বলেন, মূলত যেসব সংস্কার করা জরুরি— সেসব সংস্কার সম্পন্ন করে একটি স্বাভাবিক, সুষ্ঠু ও স্বাধীন নির্বাচন আয়োজন করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমরা আশা করি, তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে সম্পাদন করবেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার কাজটি কতটা সফলভাবে সম্পন্ন করতে পারছেন, তার ওপরই মনে হয় সম্পর্কের উষ্ণতা কতটা থাকবে— সেটি নির্ভর করবে।
বিএনপি ক্ষমতায় এলে কূটনীতির ক্ষেত্রে বিএনপির মূলনীতি কী হবে? এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিএনপির মূলনীতি একটাই, সবার আগে বাংলাদেশ। সবার আগে আমার জনগণ, দেশ, সার্বভৌমত্ব। এটিকে বিবেচনা করে বাকি সবকিছু।
বিগত সরকারের সময় ভারতের সাথে যেমন সম্পর্ক ছিল সেটা নিয়ে সমালোচনা রয়েছে। ভারতের সাথে সম্পর্কের বিষয়ে বিএনপির নীতি নিয়ে তিনি বলেন, আমি বিষয়টি আগের প্রশ্নেই বলেছি সবার আগে বাংলাদেশ। আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখবো তারপর বাকি সব।
ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত এ বিষয়ে তিনি বলেন, অবশ্যই আমি আমার পানির হিস্যা চাই। আমি দেখতে চাই না যে আরেক ফেলানি ঝুলে আছে। আমরা এটা মেনে নিবো না। দেশের মানুষের ওপর আঘাত আসলে মেনে নেয়া হবে না এমনটাও জানান তিনি।
৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনা দিল্লিতে গেছেন এবং সেখানে আছেন। ভারতের সাথে একটা সম্পর্কের শীতলতা দেখা গেছে, গত এক বছর ধরে। সেটি যাওয়া আসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে নানা রকম, সেই ক্ষেত্রে বিএনপি সরকারে আসলে কেমন পদক্ষেপ নিবেন এ বিষয়ে তিনি বলেন, এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে। সো, আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন তারেক রহমান। বিবিসি বাংলাদে দেওয়া দীর্ঘ এই সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার, বাংলাদেশের নির্বাচনকেন্দ্রীক রাজনীতি, অন্তর্বর্তী সরকার, ভারতের সাথে সম্পর্ক এবং সংস্কারসহ বিভিন্ন প্রসঙ্গে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তারেক রহমান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর