
গাজার অবৈধ অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর অংশ ‘কনসায়েন্স’ (Conscience) নামের জাহাজ। বাংলাদেশ থেকে ফ্লোটিলায় যোগ দেওয়া প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম তার ফেসবুক পোস্টে এই অভিযানের সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন।
‘কনসায়েন্স’ জাহাজটিতে মূলত সাংবাদিক এবং স্বাস্থ্যকর্মীরা রয়েছেন। এই দুটি পেশাজীবী গোষ্ঠী ইসরায়েলি সামরিক বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় তাদের হতাহতের ঘটনা ইতিহাসে নজিরবিহীন বলে জানা গেছে।
এই সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীরা সম্মিলিতভাবে একটি বিবৃতি প্রস্তুত করেছেন, যেখানে তাদের লক্ষ্য করে অবৈধ হত্যাকাণ্ড এবং গাজার উপর চলা অবৈধ অবরোধের তীব্র নিন্দা জানানো হয়েছে।
পোস্টে শহিদুল আলম উল্লেখ করেছেন, এর আগে 'সুমুদ ফ্লোটিলা'-এর জাহাজগুলোকেও ইসরায়েলি সামরিক বাহিনী অবৈধভাবে আটক করেছিল। তা সত্ত্বেও, বর্তমান এই ফ্লোটিলা কোনো বাধা মানতে নারাজ।
শহিদুল আলমের তথ্য অনুযায়ী, ‘থাউজেন্ড ম্যাডলিন্স’-এর মতো ছোট ও ধীরগতির নৌযানগুলোকে পেছনে ফেলে না আসার সিদ্ধান্তে তাদের যাত্রা কিছুটা বিলম্বিত হয়েছে। তবে খারাপ আবহাওয়া ও ঝড়ের কারণে 'সুমুদ ফ্লোটিলা' যে সাময়িক বাধার সম্মুখীন হয়েছিল, তার তুলনায় বর্তমান ফ্লোটিলা অনেক দ্রুতগতিতে অগ্রসর হয়েছে।
বর্তমানে ধীরগতির নৌযানগুলো ‘কনসায়েন্স’-এর সাথে যোগ দিয়েছে। ফ্লোটিলাটি এখন ‘রেড জোন’ বা ‘লাল এলাকা’ থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। এই ‘রেড জোন’ হলো সেই অঞ্চল, যেখানে অতীতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী পূর্ববর্তী ফ্লোটিলাগুলোকে অবৈধভাবে আটক করেছিল।
ধারণা করা হচ্ছে, ‘কনসায়েন্স’ ফ্লোটিলা আগামীকাল (৮ অক্টোবর) ভোরের দিকে ‘রেড জোন’-এ পৌঁছাবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর