
কুমিল্লার চান্দিনায় সুদের টাকা আদায়ের জন্য আলী আকবর (৭০) নামে এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে নির্যাতনের ঘটনার মূল হোতা বোরহান উদ্দিন (২৫) কে আটক করেছে পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) রাত ১১টায় ওই সুদের কারবারিকে আটক করা হয়। একই দিন সকালে সুদের টাকার জন্য ওই বৃদ্ধ আলী আকবরকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রেখেছিল বোরহান। ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) ইমাম হোসেন রাত ১১টায় অভিযুক্ত বোরহানকে তার গ্রামের বাড়ি চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে আটক করেন। সে রসুলপুর গ্রামের আবুল কালাম এর ছেলে। ওই ঘটনায় আলী আকবর এর ছেলে মো. ইব্রাহীম মিয়া বাদী হয়ে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে তাকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়।
স্থানীয় লোকজন এবং ভুক্তভোগীর ছেলে ইব্রাহীম জানান, আলী আকবর রসুলপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত আজগর মিয়ার মেয়ের জামাই। তিনি শ্বশুরবাড়িতেই দীর্ঘদিন ধরে বসবাস করছেন। একই গ্রামের আবুল কালাম ও তার ছেলে বোরহান দীর্ঘদিন সুদের ব্যবসা করে আসছে। আলী আকবর তার ছেলেকে বিদেশে পাঠাতে বোরহানের কাছ থেকে দুই বছর আগে ৭০ হাজার টাকা ঋণ নেন।
তবে, বোরহান ওই ৭০ হাজারের পরিবর্তে সুদসহ ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করে। ওই টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় তাকে জোরপূর্বক ধরে নিয়ে রসুলপুর গ্রামের মধ্যপাড়া রাস্তার পাশে মসজিদ সংলগ্ন একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে নির্যাতন করা হয়।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান- বৃদ্ধকে নির্যাতনের ঘটনায় তার ছেলে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। অভিযুক্তকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর