
ফরিদপুরের নগরকান্দায় এক প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগে তিন যুবককে ধরে এনে তাদের মাথার চুল কেটে দিয়েছে স্থানীয় উত্তেজিত জনতা। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরকান্দা পৌর এলাকার মীরাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। চুল কাটার ঘটনার ৩ মিনিট ৫১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
চোর চক্রের সদস্যরা হলেন, নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের ফুলসুতি গ্রামের সেলিম মাতুব্বরের ছেলে মো. আকাশ (২৬), সলিথা গ্রামের মোশাররফের ছেলে বরকত মোল্যা (২৯) ও খোরশেদ মাতুব্বরের ছেলে এনামুল মিয়া (২২)।
ভিডিওতে দেখা যায়, তিন যুবককে পিঠমোড়া করে বেঁধে তাদের মাথার চুল কেচি দিয়ে কেটে দিচ্ছেন এক ব্যক্তি। পাশেই কয়েকজন মুরব্বী চেয়ারে বসে আছেন এবং শতাধিক সাধারণ মানুষ দাঁড়িয়ে থেকে চুল কাটার দৃশ্য উপভোগ করছেন। কেউ কেউ ভিডিও ধারণ করছেন। এ সময় ওই তিন যুবককে কেউ একজন বলছে, 'ওই তোরা চুরি করছিস। তোদের এত বড় সাহস কেমনে হইলো, তোরা চুরি করস।'
জানা গেছে, গত শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মীরাকান্দা গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী জুয়েল মাতুব্বরের বাড়িতে ৫-৭ জন যুবক কৌশলে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের গলায় কেচি ঠেকিয়ে জিম্মি করে। পরে ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল লুটে নেয়। প্রবাসী জুয়েলের স্ত্রী তামান্না বেগম বলেন, 'চোরেরা ঘরে ঢুকে আমাদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে থাকা স্বর্ণালংকারসহ সর্বস্ব লুট করে নিয়ে যায়। তবে আমরা চোরদের চিনতে পারায় স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়।'
স্থানীয়রা জানান, চুরির ঘটনার পরদিন শনিবার থানায় লিখিত অভিযোগ করেন প্রবাসী জুয়েলের ছোট ভাই রুবেল মাতুব্বর। এরপর নিজেরাই নেমে পড়েন চোরদের ধরতে। সোমবার দিবাগত রাতে উপজেলার গাংজগদিয়া গ্রাম থেকে সন্দেহভাজন বরকতকে ধরে ফেলেন। তারপর তার দেওয়া তথ্য অনুযায়ী এনামুলকে ও আকাশকে ধরে আনেন। পরে মঙ্গলবার সকালে গ্রামের উত্তেজিত জনতা তাদের চুল কেটে শাস্তি দেয়। অভিযোগ রয়েছে, এই যুবকরা মাদকাসক্ত থাকেন। এর আগেও গ্রামে চুরির ঘটনা ঘটিয়েছে। গ্রামবাসীর কাছে চুরির কথা স্বীকার করে অভিযুক্তরা।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, 'চুরির ঘটনায় তিন যুবককে থানায় সোপর্দ করেছে গ্রামবাসী। চুরির ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় চোরদের আদালতে পাঠানো হবে।'
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর