
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৭ অক্টোবর) যবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে মাগরিবের নামাজের পর এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যবিপ্রবি পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ছাত্রদলপন্থী শিক্ষার্থী সালেক খান বলেন, "বিগত স্বৈরাচারের শাসন আমলে আবরার ফাহাদ ভাই ছিলেন ভারতীয় আধিপত্য বিরোধী মত প্রকাশের প্রথম ছাত্র শহীদ। আমরা যতদিন পর্যন্ত শহীদ আবরার ফাহাদ ভাইকে স্মরণ করতে থাকব ততদিন পর্যন্ত ভারতের আধিপত্য বিরোধী শক্তি জাগ্রত থাকবে। সেই প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ আবরার ফাহাদ স্মরণে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে।"
তিনি আরও বলেন, "আজকের এ কর্মসূচির যবিপ্রবিতে যারা জাতীয়তাবাদী আদর্শ লালন করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী তাদের এবং সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে বাদ মাগরিব দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। আজকের দোয়া মাহফিলে যারা সার্বিকভাবে সাহায্য এবং সহায়তা করেছেন সেই সকল শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি।"
যবিপ্রবির সাবেক শিক্ষার্থী ও ছাত্রদল নেতা আব্দুস সামাদ রানা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, "ছাত্রলীগ কর্তৃক হত্যার শিকার বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনায়, যবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।"
উল্লেখ্য, যবিপ্রবিতে প্রশাসনিকভাবে সকল ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কোনো কমিটি নেই।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর