
গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার তুমুলিয়া ও মূলগাঁও এলাকায় এই অভিযান দুটি পরিচালিত হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া বাবুল পাঠান (৩২) কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকার হযরত আলীর ছেলে এবং রহিম শেখ (৪০) কালীগঞ্জ পৌরসভার বাঙাল হাওলা এলাকার ওমর আলী শেখের ছেলে।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
কালীগঞ্জ থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মূলগাঁও গ্রামে একটি অভিযান চালানো হয়। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সুখেন্দ্র বর্মণ নামের এক ব্যক্তির বাড়ির পূর্ব পাশের পাকা রাস্তার ওপর থেকে বাবুল পাঠান (৩২) নামের এক যুবককে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এর আগে, কালীগঞ্জ পৌরসভার তুমুলিয়ার কাপাসিয়া মোড় সিএনজি স্ট্যান্ডে অপর একটি অভিযান পরিচালনা করে পুলিশ। উপ-পরিদর্শক (এসআই) মো: ইব্রাহিম শেখের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ৮০ গ্রাম গাঁজাসহ মো: রহিম শেখ (৪০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
এই ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা (নং-১৬ এবং ১৭) দায়ের করা হয়।
কালীগঞ্জ থানার ওসি জানান, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের শনিবার সকালে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর