ময়মনসিংহের ভালুকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ভালুকা পৌরসভার ৯টি ওয়ার্ডের জনগণের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম।
শনিবার সকালে পৌর সদরের কাঁঠালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও দুপুরে সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপহার সামগ্রীগুলো বিতরণ করা হয়। এ সময় পৌরসভার ৯টি ওয়ার্ডের লোকজনের মধ্যে দশ হাজার শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহম্মেদ, মজিবুর রহমান মজু, রুহুল আমিন, উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম ঢালী, জেলা যুবদলের সহ-সম্পাদক কায়সার আহম্মেদ কাজল, উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন, পৌর শ্রমিক দলের সভাপতি মাহাবুল আলম মোল্লা, কলেজ ছাত্রদলের সভাপতি তানবির হাসান শান্তসহ নেতাকর্মীরা।
কুশল/সাএ
 সর্বশেষ খবর
  জেলার খবর এর সর্বশেষ খবর