
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় পতাকা উত্তোলনের দণ্ডে জুতা ওড়ানোর ঘটনায় এক যুবককে শনিবার বিকেলে আটক করেছে পুলিশ। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ রবিবার (১২ অক্টোবর) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনা শুরু হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক যুবক ফ্ল্যাগ স্ট্যান্ডের রশিতে একটি জুতা লাগিয়ে ওপরে তুলছেন। এ সময় তাঁর পাশে আরও কয়েকজন যুবক দাঁড়িয়ে বিষয়টি দেখছেন এবং হাসাহাসি করছেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শনিবার বিকেলেই অভিযুক্ত মারুফ হাসান মিরাজকে আটক করে। সে উপজেলার রামভদ্র গ্রামের ফুল মিয়ার ছেলে এবং বামনডাঙ্গা আব্দুল হক কলেজের ছাত্র।
এদিকে বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম। তিনি লিখেছেন, “কাউকে ছাড় দেওয়া হবে না, দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হচ্ছে।” ভিডিওটি ফেসবুকে পোস্ট করা থেকে সবাই বিরত থাকারও আহ্বান জানান তিনি।
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানিয়েছেন, “ভিডিও দেখে অভিযুক্ত যুবক মারুফ হাসান মিরাজকে শনাক্ত করে আটক করা হয়েছে। এ ঘটনায় দায়ীদের কাউকে ছাড় দেওয়া হবে না, জিজ্ঞাসাবাদের জন্য আরও তথ্য খোঁজা হচ্ছে।”
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর