ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ফয়জুল করিম কর্তৃক পবিত্র কোরআন শরিফকে অবমাননা করে ‘শুভংকরের ফাঁকি’ বলার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী ওলামা দল।
রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় বিক্ষোভ মিছিলটি বরগুনা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরগুনা প্রেসক্লাব চত্বরে এক সমাবেশে মিলিত হয়।
বরগুনা জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ জালাল রুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান পান্না, জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, অ্যাডভোকেট আব্দুল ওয়াসী মতিন, আবুল কালাম আজাদ, রাজিবুল ইসলাম সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব প্রমুখ। বক্তারা পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআনের অবমাননার তীব্র প্রতিবাদ এবং অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর