
আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান ও তাঁর স্ত্রী সাবিকুন নাহার সারাহ-এর দাম্পত্য কলহ ফের সামনে এসেছে। শনিবার (১১ অক্টোবর) সকালে ফেসবুকে এক পোস্টে সারাহ স্বামীর বিরুদ্ধে পরকীয়া ও নারীদের সঙ্গে অবাধ মেলামেশার অভিযোগ তোলেন।
এর আগে গত ২ অক্টোবরও তিনি একই অভিযোগ তুলেছিলেন, যদিও পরে পোস্টটি সরিয়ে ক্ষমা চান।
তবে এবার আবু ত্বহা নিজেই বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, “ভুল সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদানই আমার প্রাপ্য ছিল... তবে আল্লাহর কসম—আর না।”
তোহা দাবি করেন, তাঁকে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এবং বিষয়টি এখন শরীয়াসম্মত ও আইনি প্রক্রিয়ায় সমাধানের পথে রয়েছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর