
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ (১৩ অক্টোবর) ইসরায়েল ১ হাজার ৯৬৮ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে, এর বিনিময়ে হামাস ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্ত করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (AP), ফিনান্সিয়াল টাইমস ও পলিটিকোসহ একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।
এই বন্দি বিনিময় কার্যক্রমটি অনুষ্ঠিত হয়েছে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। এটি সাম্প্রতিক যুদ্ধবিরতির অংশ হিসেবে সংঘটিত সবচেয়ে বড় বিনিময় বলে উল্লেখ করেছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের মধ্যে অনেকে চলমান সংঘাতের সময় গ্রেপ্তার হয়েছিলেন, আবার অনেকে দীর্ঘদিন যাবত বিভিন্ন মামলায় কারাভোগ করছিলেন। অন্যদিকে, হামাস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মানবিক বিবেচনায় জীবিত ২০ জিম্মিকে মুক্তি দিয়েছে।
এদিকে, আলোচনার অংশ হিসেবে নিহত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্রগুলো।
এই বন্দি বিনিময়ের মধ্য দিয়ে গাজা যুদ্ধবিরতি ও শান্তি উদ্যোগে নতুন গতি এসেছে। আগামী কয়েক দিনের মধ্যেই মিশরের শারম আল-শেখে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে যুদ্ধোত্তর পুনর্গঠন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা নিয়ে আলোচনা হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর