
অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সিভিল ও পুলিশ প্রশাসনে একটি বিশেষ দলের অনুগত ব্যক্তিদের বসিয়ে ‘নীলনকশার নির্বাচন’ আয়োজনের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি বলেন, “ষড়যন্ত্রে জড়িত উপদেষ্টাদের নাম এবং তাদের ষড়যন্ত্রমূলক বক্তব্যের কণ্ঠ রেকর্ড আমাদের কাছে রয়েছে।”
তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, “প্রশাসনে চলমান দলীয় প্রভাব ও ষড়যন্ত্র বন্ধ করুন। নিরপেক্ষ ও সৎ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিন। সময় থাকতে সাবধান না হলে জনগণের সামনে ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশ করা হবে।”
সম্প্রতি জনপ্রশাসনে একজন সচিব নিয়োগের সমালোচনা করে তাহের বলেন, “আমাদের আশ্বস্ত করা হয়েছিল, কোনো দলীয় বা অসৎ ব্যক্তি নিয়োগ দেওয়া হবে না। কিন্তু তার পরদিনই এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, যার অতীত দুর্নীতির ইতিহাস দীর্ঘ এবং যিনি একটি দলের প্রতি অনুগত।”
তিনি আরও অভিযোগ করেন, “পুলিশ প্রশাসনেও একইভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে একটি দলের লোকদের বসানোর জন্য। এতে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। ২০১৮ কিংবা ২০২৪ সালের মতো আরেকটি প্রহসনের নির্বাচন জনগণ মেনে নেবে না।”
সাজু/নিএ
সর্বশেষ খবর