
কিশোরগঞ্জের ভৈরবে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পৈতৃক বাড়ি বর্তমানে সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাড়িটির নিচতলা ভাড়া নিয়ে স্কুল পরিচালনা করা হলেও দোতলা ভাড়া দেওয়া হয়নি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মরহুম রাষ্ট্রপতির আত্মীয় নইম মোল্লা স্কুলটির পার্টনার। মূল মালিক ভৈরবের প্রবীণ শিক্ষক অধ্যক্ষ আবদুল বাসেত। তার সহযোগিতায় জিল্লুর রহমানের বাড়িটি ভাড়া নেওয়া হয়।
রোববার (১৩ অক্টোবর) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, আইভি ভবন নামে পরিচিত ওই বাসভবনে শিক্ষা কার্যক্রম চলছে। স্কুলের মালিক অধ্যক্ষ আবদুল বাসেত বলেন, “১৯৮৭ সালে আমি স্কুলটি প্রতিষ্ঠা করি। তখন তারা মিয়া (জিল্লুর রহমানের চাচাতো ভাই) আমার পার্টনার ছিলেন। এখন তার ছেলে নইম মোল্লা আমার সঙ্গে আছে। ৫ আগস্টের ঘটনার পর ক্ষতিগ্রস্ত ভবনটি সংস্কার করেছি, খরচ ভাড়া থেকে সমন্বয় করা হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের পদচারণায় বাড়িটি এখন ভালো থাকবে। আমি শুধু নিচতলা ভাড়া নিয়েছি, দোতলা নয়।”
২০২৪ সালের ৫ আগস্ট সাবেক সরকারের পতনের সময় দেশে অস্থিতিশীল পরিস্থিতিতে দুর্বৃত্তরা জিল্লুর রহমানের ভৈরবের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এরপর থেকে বাড়িটি প্রায় এক বছর পরিত্যক্ত ছিল। সম্প্রতি স্থানীয়দের চোখে পড়ে সেখানে একটি কিন্ডারগার্টেন স্কুল চলছে।
এ বিষয়ে স্কুলের আরেক পার্টনার নইম মোল্লা জানান, তিনি ভৈরবের বাইরে আছেন এবং পরে বিস্তারিত জানাবেন। জিল্লুর রহমানের পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিন বলেন, “বিষয়টি এখন শুনলাম। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সাজু/নিএ
সর্বশেষ খবর