
নাটোরের সিংড়ায় শিক্ষক-কর্মচারীর উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে প্রতিবাদ সভা, মানববন্ধন ও কর্মবিরতি হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করেন আন্দোলরত শিক্ষক-কর্মচারীরা। পরে দুপুর ১টায় সিংড়া কোর্ট মাঠ এলাকায় প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করে উপজেলা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
সভায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মূখ্য সমন্বয়ক অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাটোর জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। প্রতিবাদ সভায় উপজেলা কলেজ শিক্ষক সমিতির সমন্বয়ক অধ্যাপক হারুন অর রশিদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি আফসারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম.এ.কে ফজলুল হক টিয়া, অধ্যাপক এন্তাজ আলী, অধ্যাপক আব্দুস সালাম, অধ্যাপক আকতার হোসেন, অধ্যক্ষ রাজু আহমেদ নাজিম, প্রভাষক সাদরুল উলা, অধ্যক্ষ সায়বর হোসেন প্রমুখ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর