
ভিভো কোম্পানির এক সেলসম্যান রাকিব হাসান (২৭) অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়েছেন। রাকিবের বাড়ি বগুড়া সদরের চ্যালোপাড়া এলাকায়। মঙ্গলবার দুপুর ৩টার দিকে অজ্ঞান অবস্থায় তাঁকে শেরপুর শহরের মোহনা সুপার মার্কেটের সামনে পাওয়া যায়।
জানা গেছে, ধুনট থেকে আসার পথে বাসে অজ্ঞান পার্টির সদস্যরা তাঁকে ডাব খাইয়ে অজ্ঞান করে দেয়। এরপর তাঁকে শেরপুর শহরের মোহনা সুপার মার্কেটের সামনে ফেলে রেখে যায়। অজ্ঞান পার্টির সদস্যরা তাঁর কাছ থেকে দুইটি ভিভো মোবাইল ফোন, নগদ টাকা ও তাঁর ব্যক্তিগত ফোনটি নিয়ে গেছে বলে জানা গেছে।
মোহনা সুপার মার্কেটের সামনে তাঁকে পড়ে থাকতে দেখে টাউন কলোনি এলাকার অয়ন তাঁকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। রাকিবের কথা কিছু কিছু মনে করতে পারলেও, সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বিষয়টি পরিষ্কার হচ্ছে না।
এ ঘটনায় শেরপুর ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন জানান, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর