
দেশের শীর্ষস্থানীয় পেইন্ট ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড অংশগ্রহণ করেছে ২০তম জাতীয় ফার্নিচার মেলায়, যা অনুষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB)-তে।
বাংলাদেশ ফার্নিচার ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন (BFIOA) আয়োজিত এই মেলা চলবে ১৪ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।
ফার্নিচার পেইন্টস শিল্পে উদ্ভাবন ও সৌন্দর্যের সমন্বয় ঘটাতে, বার্জার পেইন্টস প্রদর্শন করছে তাদের অত্যাধুনিক ইনোভা উড কোটিং (Innova Wood Coating) প্রোডাক্ট সিরিজ। জার্মান প্রযুক্তিনির্ভর এই প্রিমিয়াম পণ্যসারি কাঠ ও বোর্ড ভিত্তিক ফার্নিচারে দেয় টেকসই, উজ্জ্বল ও সমৃদ্ধ ফিনিশ।
৭০টিরও বেশি রঙের বৈচিত্র্য নিয়ে ইনোভা উড কোটিং পাওয়া যাচ্ছে গ্লসি ও ম্যাট, দুই ধরনের প্রিমিয়াম ফিনিশে। এর তাপ ও পানিরোধী বৈশিষ্ট্য ফার্নিচারকে দাগ ও ক্ষয় থেকে রক্ষা করে, দীর্ঘস্থায়ী উজ্জ্বলতা ও সুরক্ষা নিশ্চিত করে।
বার্জার পেইন্টস আরও প্রদর্শন করছে বার্জার উড কিপার (Wood Keeper), একটি স্বচ্ছ, উচ্চ-গ্লস, মডিফাইড আলকিড ভিত্তিক উড ভার্নিশ। এটি নতুন কাঠের পৃষ্ঠে বা পূর্বে শেলাক পলিশ করা কাঠে সমানভাবে প্রয়োগ করা যায়। চমৎকার জলরোধী ক্ষমতা, দীর্ঘস্থায়ী স্থায়িত্ব, দ্রুত শুকানো, উচ্চ গ্লস রিটেনশন, এবং তরল দাগ প্রতিরোধের ক্ষমতার কারণে এটি ঘরের ভিতরে বা বাইরের যেকোনো ফার্নিচারে প্রয়োগের জন্য উপযুক্ত। কাঠের প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে উডকিপার এনে দেয় স্বচ্ছ গ্লসি বা ম্যাট ফিনিশ।
দীর্ঘ কয়েক দশক ধরে বার্জার পেইন্টস বাংলাদেশ ভোক্তা ও ফার্নিচার নির্মাতাদের আস্থার প্রতীক হিসেবে সুপরিচিত, এর উৎকৃষ্ট গুণমান, রঙের বৈচিত্র্য এবং নির্ভরযোগ্য সেবার জন্য। পরিবর্তনশীল ভোক্তা চাহিদার সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বাজারে আনছে আধুনিক ও উদ্ভাবনী সমাধান।
বার্জার পেইন্টস আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছে সকল দর্শনার্থী ও রঙপ্রেমীদের- মেলায় তাদের প্যাভিলিয়নে এসে ইনোভা উড কোটিং সিরিজ ঘুরে দেখার জন্য এবং পছন্দের ফার্নিচারের সঙ্গে মানানসই রঙের নিখুঁত সমন্বয় উপভোগের জন্য।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর