
"হাত ধোয়ার নায়ক হোন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা চত্বরে র্যালি ও হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শনের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
সাধারণ মানুষের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে সংক্রামক রোগ, যেমন ডায়রিয়া, শ্বাসতন্ত্রের রোগ ইত্যাদির বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করাই দিবসটি পালনের মূল উদ্দেশ্য।
উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম। শেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিসার কামরুন্নাহার মিনার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, শিক্ষিকা শাহনাজ পারভীন প্রমুখ।
আলোচনা সভা শেষে ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণের অংশগ্রহণে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শনী ও মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় সাবান বিতরণ এবং স্যানিটেশন বিষয়ে সচেতনতাও তৈরি করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর