নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তির অপব্যবহার ঠেকাতে করণীয় নিয়ে আলোচনা হয়েছে নির্বাচন কমিশন (ইসি) ও অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের বৈঠকে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সুযোগ থাকলে এআই–সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করবে অস্ট্রেলিয়া।
বুধবার (১৫ অক্টোবর) নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী ড.অ্যানি অ্যালির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। ড.অ্যানি অ্যালির নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকটি করেন। এতে ইসি সচিব আখতার আহমেদসহ ইসির কয়েকজন উর্ধতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
তিনি বলেন, অস্ট্রেলিয়ান মাননীয় মন্ত্রী এসছিলেন। আন্তর্জাতিক বিষয় উনার অধিক্ষেত্র। মূলত সৌজন্য সাক্ষাৎকার ছিল। আমাদের নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছিলেন, যে আমাদের প্রস্তুতি কী, আমরা কি কি ভাবে আগাচ্ছি। সেই সাথে সাথে ওনাদের অভিজ্ঞতাটাও শেয়ার করেছেন। যেমন আমাদের এখানে নির্বাচনের দিনে যে সমস্ত ঘটনা ঘটে সেরকম ওনাদের কিছু ঘটে কিনা এসব আলোচনা হয়েছে। জাস্ট মতামত বিনিময়।
ইসি সচিব বলেন, বাড়তিটা যেটা হয়েছে, কোনোভাবে যদি সহযোগিতা করার সুযোগ থাকে, আমরা যেন সেটা ওনাদের কাছে বলি। সহযোগিতার বিষয়ে যেটা আজকে আলোচনার ক্ষেত্রে এসছে সেটা হচ্ছে যে অপ্রযুক্তির অপব্যবহার।
আখতার আহমেদ বলেন, এটার ব্যাপারে আমরা বলেছি এআই ইন্টারভেনশন, মিসইউজ অফ ইনফরমেশন, এবিউজ অফ ইনফরমেশন, ফেক ইনফরমেশন; এই সমস্ত ব্যাপারে আলোচনা হয়েছে।
এটা ওনাদেরও আছে বলেও জানিয়েছে। আমাদের ইউএনডিপি স্পন্সরড একটা প্রজেক্ট আছে,-‘ব্যালট’; সেটাতে উনারা সহযোগিতা করছেন। এছাড়া বাড়তি সহযোগিতার সুযোগ যদি থাকে, তাহলে সেটা তারা জানাবেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর