
সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বুধবার (১৫ই অক্টোবর) সকাল ১১টা থেকে উপজেলার সার্ভিস মোড় থেকে ৩টি বুলডোজার ও এসকেভেটর দিয়ে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। সকাল ১১ টা থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযান চলে বিকাল ৬ টা পর্যন্ত। তবে উপজেলা পরিষদের বাউন্ডারি ওয়াল উচ্ছেদে অসন্তোষ প্রকাশ করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি খাতুন। বাউন্ডারি ওয়াল ভেঙে দিলে অরক্ষিত হয়ে পড়বে উপজেলা পরিষদ। এটা আগে থেকেই বলা হয়েছে তারপরও এটা ভাঙ্গা হলো ঠিক হয়নি। স্থানীয় প্রশাসনের সাথে এমন মতবিরোধ নিরসনের জন্য তৎক্ষণাৎ সড়ক ও জনপদ বিভাগের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরীসহ সড়ক ও জনপদের অন্যান্য কর্মকর্তা,স্থানীয় প্রশাসন উপজেলা পরিষদে বসে বিষয়টি সমাধান করেন। সড়ক বিভাগের তথ্যানুযায়ী আলিপুর সখিপুর কালিগঞ্জ শ্যামনগর ভেটখালী (আর ৭৬৭) আঞ্চলিক মহাসড়কের ৪৩তম কিলোমিটারে অবস্থিত শ্যামনগর ফায়ার সার্ভিস মোড হইতে ভেটখালি বাজার পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগের অধিকরণকৃত জায়গা থেকে অবৈধ দখলদারদের পূর্বের ঘোষণা অনুযায়ী এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। সড়ক ও জনপদ অধিদপ্তর ঢাকা এর উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী ও সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার পারভেজ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন।। এ সময় উচ্ছেদ অভিযানে সাতক্ষীরা র্যাব-৬ এর (সিপিজি-১) ডিএডি হাবিবুর রহমান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির মোল্লা, কালিগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের সেনাবাহিনী,ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন,সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উচ্ছেদকালে সড়কের দুই পাশে অবৈধভাবে নির্মিত দোকান, টিনের ঘর, স্থায়ী ও অস্থায়ী কাঠামোসহ অন্যান্য স্থাপনা অপসারণ করা হয়। তবে উচ্ছেদ অভিযানকে ঘিরে স্থানীয় জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের ভাষ্য সুন্দরবনকে বিশ্ব দরবারে রোল মডেল করতে উন্নত সড়ক ব্যবস্থার বিকল্প নেই তবে সড়কের দুই পাশে থাকা ভূমিহীনদের একটি নির্দিষ্ট জায়গায় পুনর্বাসিত করতে পারলে উভয় পক্ষই উপকৃত হত। স্থানীয় কিছু সামাজিক সংগঠন ইতিমধ্যে সদ্য বাড়িঘর হারা সাধারণ মানুষের পুনর্বাসনের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, গত ৭ অক্টোবর সাতক্ষীরা সড়ক বিভাগাধীন শ্যামনগর-ভেটখালী আঞ্চলিক মহাসড়কের শ্যামনগর ফায়ার সার্ভিস মোড় হতে ভেটখালী বাজার পর্যন্ত সড়কের উভয় পার্শ্বে সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমিতে অবস্থিত সকল অবৈধ স্থাপনা অপসারণ জন্য বিজ্ঞপ্তি ও মাইকিং করে জানানো হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর