
একটি সুস্থ, শিক্ষিত ও সচেতন প্রজন্মই হতে পারে সমৃদ্ধ বাংলাদেশের, ভিত্তি এই লক্ষ উদ্যেশ্য সামনে রেখে কসবা-আখাউড়ার প্রতিটি গ্রামে ক্রীড়াচর্চা ও সাংস্কৃতিক আন্দোলনকে জোরদার করা আমার অঙ্গীকার বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া - ৪ (কসবা-আখাউড়া) নির্বাচনী এলাকার বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া।
বুধবার (১৫ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী তেতৈয়া-ফুলতলী গ্রামবাসীর উদ্যোগে কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের তেতৈয়া মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কবির আহমেদ বলেন“খেলা শুধু বিনোদন নয়, এটি আমাদের ঐতিহ্য ও ঐক্যের প্রতীক। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন অত্যন্ত প্রয়োজন। আমি সবসময় যুব সমাজের পাশে আছি এবং থাকব।”
উক্ত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন কসবা উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বারের পিপি এডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুম খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইকলিল আজম, এবং পৌর বিএনপির সহ-সভাপতি বশির উদ্দিন প্রমুখ।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর