
কোন ব্যক্তিগত মানুষের মতামত হেফাজত দায় নিবে না, হেফাজত ইসলাম তার আপন গতিতে চলবে,১৩ দফার ভিত্তিতে চলবে, যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট বাতিলের সাথে আপোষ করবে তাঁরা হেফাজতে ইসলাম হতে পারে না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানি।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে আখাউড়া উপজেলা মডেল মসজিদে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আল্লামা শাহ আহমদ শফী (রহ.) ও প্রতিষ্ঠাতা মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.) জীবন, কর্ম ও অবদান শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্য বক্তারা বলেনহেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। একে রাজনৈতিক স্বার্থে বা ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করা যাবে না। সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব ইসলামী আদর্শ ও সমাজকল্যাণে আজীবন কাজ করে গেছেন। তাদের আদর্শকে ধারন করতে হবে।
এসময় বক্তারা বাংলাদেশের প্রত্যেকটি বিদ্যালয়ে সংগীতের শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওঃ আসয়াদ আল হাবিব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি আলী আজম কাসেমী। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা হেফাজতে ইসলামের সিঃ সহ সভাপতি মুফতি বোরহান উদ্দিন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওঃ গাজী ইয়াকুব ওসমানী, আখাউড়া উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি আসয়াদুজ্জামান, বিজয়নগর উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওঃঃ শফিকুল ইসলাম, উপজেলা হেফাজতে ইসলামের সিঃ সহ সভাপতি কাজী মাইনুদ্দিন, মাওঃ হাবিবুল্লাহ সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ বিল্লাল হোসেন। এসময় আরও বক্তব্য রাখেন হাফেজ মাঃ রাসেল মোল্লা, সালাউদ্দিন আহমেদ খোকন, মুফতি ইবরাহীম হুসাইন মাও ফখরুদ্দিন তাজী।
অনুষ্ঠানের শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর