
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেছেন, বিএনপি সবসময় নারীর ক্ষমতায়নে বিশ্বাসী রাজনৈতিক দল। বিএনপি যখন ক্ষমতায় এসেছে, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করেছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাঁদের উপেক্ষা করে অতীতে যেমন কোনো গণতান্ত্রিক আন্দোলনের সফলতা আসেনি, তেমনি জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনেও নারীদের সাহসী ভূমিকা ছিল বলেই ফ্যাসিবাদী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে একটি রাজনৈতিক দল নানা ষড়যন্ত্র করছে। তারা পিআর-এর নামে নির্বাচনকে বিলম্বিত করতে চায়। এরা একদিকে পিআর-এর কথা বলছে, অন্যদিকে বাড়িতে বাড়িতে গিয়ে ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে সহজ-সরল মা-বোনদের ভোট নেওয়ার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে দেশের নারী সমাজকে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে অভ্যুত্থানের ন্যায় নারীদের সাহসী এবং শক্তিশালী ভূমিকা রাখতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের নামে ফ্যামিলি এবং কৃষি কার্ড করা সহ সব ধরনের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বৃহস্পতিবার বিকেলে খুলনার পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী পৌরসভা মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
পৌরসভা মহিলা দলের আহ্বায়ক অ্যাডভোকেট রাশনা শারমিন আঁখির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট তাসলিমা খাতুন ছন্দা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা মহিলা দলের আহ্বায়ক লক্ষী রাণী গোলদার, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, শেখ রুহুল কুদ্দুস। মহিলা দলের নেত্রী বাসন্তী মন্ডল ও সুলতানা রহমান হেনার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আতাউর রহমান, মনিরুল ইসলাম মন্টু, পৌরসভা মহিলা দলের নেত্রী সুলতানা লাবনী, কৃষ্ণা ব্যানার্জি, আলিজা খাতুন, সাবরিনা আক্তার, রেহানা পারভীন, শাহিদা ইসলাম, নাজমিন নাহার, রেহানা ইসলাম ও শাহিদা বেগম। কর্মী সভা শেষে প্রধান অতিথি মনিরুজ্জামান মন্টু ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি ও এর আগে সকালে মৎস্য আড়তদারি সমবায় সমিতি কার্যালয়ে এলাকার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করে বৈষম্যহীন তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে ব্যবসায়ী সহ জনগণের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু খুলনা -৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ ও মতবিনিময় অব্যাহত রেখেছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর