
সৌদি আরবের যুবরাজ মোহাম্মেদ বিন সালমান মক্কায় ‘কিং সালমান গেট’ নামে একটি নতুন বৃহৎ প্রকল্পের উদ্বোধন করেছেন। সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে পবিত্র মসজিদুল হারামে (গ্র্যান্ড মসজিদ) নামাজ আদায়ের স্থান প্রায় ৯ লাখ পর্যন্ত বৃদ্ধি পাবে।
প্রকল্পটি প্রায় ১২ মিলিয়ন বর্গমিটার এলাকাজুড়ে বাস্তবায়িত হচ্ছে। এতে তীর্থযাত্রী ও দর্শনার্থীদের প্রবেশ, চলাচল ও ইবাদতের পরিবেশ আরও উন্নত হবে। তবে প্রকল্পের ব্যয় ও সমাপ্তির সময়সীমা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
সৌদি সরকার জানায়, এই উদ্যোগ ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে নেওয়া হয়েছে, যার লক্ষ্য পবিত্র নগরী মক্কার অবকাঠামো আধুনিকীকরণ এবং হজ ও ওমরাহ পালনকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও নিরাপদ করা।
বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশগুলোর একটি হজে প্রতিবছর লাখো মুসল্লি অংশ নেন। নতুন এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্র্যান্ড মসজিদে আরও বিপুলসংখ্যক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স, সৌদি প্রেস এজেন্সি (SPA)
সাজু/নিএ
সর্বশেষ খবর
সাক্ষাৎকার এর সর্বশেষ খবর